বড়লেখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বড়লেখা প্রতিনিধি


মে ২০, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন



বড়লেখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সভাপতি ও সাধারণ সম্পাদক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল হাফিজকে সভাপতি, মুজিবুর রহমান খছরুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক আব্দুস সহিদ খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে সাংগঠনিক সম্পাদক করে জেলা বিএনপি এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর বড়লেখা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হন আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুজিবুর রহমান খসরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক আব্দুস সহিদ খান। সম্মেলনের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্ত প্রায় সাড়ে পাঁচ মাস পর মঙ্গলবার উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নছিব আলী, মইন উদ্দিন, আব্দুল মুকিত লুলু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, মইন উদ্দিন (ইউপি সদস্য), আনোয়ার উদ্দিন, ময়নুল হক ও সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম শুনু মিয়া, মিছবাউল হক মিনু, সহ-সাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ-প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, দপ্তর সম্পাদক আব্দুল হাফিজ আবু চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মালিকুর রহমান মায়ন, সহ-কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

 

এজে/আরআর-১৪