রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি রাজনগর প্রেসক্লাবের

রাজনগর প্রতিনিধি


মে ২০, ২০২১
০৫:২৫ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
০৫:২৫ পূর্বাহ্ন



রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি রাজনগর প্রেসক্লাবের

মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের উদ্যোগে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামেকে হেনস্তা, নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজনগর মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, সিনিয়র সাংবাদিক শংকর দুলাল দেব, প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক বকস্, সদস্য আহমদুর রহমান ইমরান।

মানববন্ধনে একাত্মতা জানান রাজনগর মাওলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর সরকারী কলেজের প্রভাষক শাহানারা রুবি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, প্রেসক্লাবের উপদেষ্টা আকলু মিয়া চৌধুরী, খসরু চৌধুরী, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ প্রমুখ।

এসএফ/বিএ-১৫