নবীগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি


মে ১৯, ২০২১
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
০৫:৩৫ অপরাহ্ন



নবীগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ-মার্কুলী সড়কের কুড়ের পাড় নামক স্হানে ফুটবল খেলা দেখতে যাবার সময় গাড়ীর ছাদ থেকে পড়ে গিয়ে শাহিদ মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের আলী হোসেনের ছেলে শাহিদ মিয়া (১২) তাদের গ্রামের আরও যুবকদের সঙ্গে ওই ইউনিয়নের ছোট ভাকৈর মাঠে ফুটবল খেলা দেখতে একটি গাড়ীতে করে যায়। নবীগঞ্জ-মার্কুলী সড়কের ভাকৈর পূর্ব ইউনিয়নের আগনা ব্রীজের নিকটবর্তী কুড়ের পাড় নামক স্হানে পৌঁছামাত্র গাড়ীর ছাদ ছিটকে নীচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। 

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শাহিদ মিয়ার লাশের সূরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এএইচএম/বিএ-১৬