স্কটিশ এমপি নির্বাচিত হওয়ায় ফয়সল চৌধুরীকে এনআরবি'র সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি


মে ২০, ২০২১
১০:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
১০:৪০ পূর্বাহ্ন



স্কটিশ এমপি নির্বাচিত হওয়ায় ফয়সল চৌধুরীকে এনআরবি'র সংবর্ধনা

স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত  এমপি নির্বাচিত হওয়ায় ফয়সল হোসেন চৌধুরী এমবিইকে স্থানীয় এনআরবি'র পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (১৮ মে) স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফয়সল চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন এনআরবি'র লেবাস মিয়া।

আনিস চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিনবরার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানে ফয়সল হোসেন চৌধুরী এমবিই বলেন, স্কটল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির স্বার্থে তিনি পার্লামেন্টে কাজ করবেন। এছাড়াও বিশ্ব জলবায়ুর প্রভাবে বাংলাদেশে যে ক্ষতি হচ্ছে তা নিয়েও তিনি স্কটিশ পার্লামেন্টে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লুতফুর রহমান, নুরু মিয়া, আসাদুর আলী, শাহানুর চৌধুরী, আলহাজ আব্দুল মালিক, ওয়ালি তসির উদ্দিন এমবিই প্রমূখ।

এ এইচ/বি এন-০৮