বড়লেখার নতুন ইউএনও খন্দকার মুদাচ্ছির

বড়লেখা প্রতিনিধি


মে ২১, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
১২:৪৯ পূর্বাহ্ন



বড়লেখার নতুন ইউএনও খন্দকার মুদাচ্ছির

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন খন্দকার মুদাচ্ছির বিন আলী। বৃহস্পতিবার (২০ মে) তিনি আনুষ্ঠানাকিভাবে বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরানের কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন।  

বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে (প্রধানমন্ত্রীর কার্যালয়) উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।  

এদিকে, নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী দায়িত্বপালনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

 

এজে/আরআর-০৪