লেবাননে ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২১
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০২:৪৯ অপরাহ্ন



লেবাননে ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে স্থানীয় ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশ থেকে ফাঁকা গুলি ছোড়া হলে কুলসুম নামের এক বাংলাদেশি নারীকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গুরুতর আহত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার (১৬ মে) রাতে দেশটির সাঈদা জেলাসংলগ্ন হারব এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে কয়েকজন লেবানিজও আহত হন।

কুলসুম বেগম নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে নিজ রুমে ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে আসলে তিনি গুলিবিদ্ধ হন। গুলি তাঁর বুকের ওপর বাম পাশে লাগে। স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদা জেলার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে কুলসুম বেগমের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি হাসপাতালে দেখা করেছেন কুলসুম বেগমের সঙ্গে। এসময় তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ওই কর্মকর্তা।

২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে যান কুলসুম বেগম। গত ৩ মে তাঁর দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বিড়ম্বনার কারণে দেশে আসতে পারেননি তিনি।

আরসি-০৩