শ্রীমঙ্গল প্রতিনিধি
মে ২২, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেব পরলোকগমন করেছেন। শুক্রবার (২১ মে) বেলা ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর । তিনি সহধর্মিণী, দুই ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
রণধীর কুমার দেব ১৯৫৬ সালের ১৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা-বাগানে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে প্রথম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ২০১৯ সালের নির্বাচনে জিতে মৃত্যুর আগ পর্যন্ত টানা তৃতীয়বার এই পদে অসীন ছিলেন তিনি। এর আগে তিনি ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শ্রীমঙ্গলের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, রনধির কুমার দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবদেনা জানিয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এক শোকবার্তায় আব্দুস শহীদ বলেন, সিলেট অঞ্চলের মানুষ একজন দেশপ্রেমিক ও জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হারাল।
জিকে/আরআর-০২