‘দ্বি-রাষ্ট্র সমাধান’ করেই ইসরাইল ফিলিস্তিন সংকট সমাধান

সিলেট মিরর ডেস্ক


মে ২২, ২০২১
০৪:৪৩ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০৪:৪৫ অপরাহ্ন



‘দ্বি-রাষ্ট্র সমাধান’ করেই ইসরাইল ফিলিস্তিন সংকট সমাধান

ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিরসনে ‘দ্বি-রাষ্ট্র সমাধানই’ একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

‘গাজা পুনর্গঠনে’ ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। খবর এএফপি।

স্থানীয় সময় শুক্রবার বাইডেন বলেন, ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে এ সংঘাত নিরসনের ‘একমাত্র উপায়’। খবর এএফপি’র।

একই সঙ্গে এ অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব ‘দ্ব্যর্থহীনভাবে’ মেনে না নেওয়া পর্যন্ত ‘সেখানে কোনো শান্তি হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নেই।’

‘তবে আমি আপনাদের বলছি, একটা পরিবর্তন আছে। সেই পরিবর্তন হচ্ছে, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। এটিই একমাত্র জবাব, এটিই একমাত্র পথ’ যোগ করেন তিনি।

এ সময় চলমান সংঘাতের মূল কেন্দ্র জেরুজালেমে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ বন্ধে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানে দুই রাষ্ট্র সমাধানের ধারণা কয়েক দশক ধরে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত হয়ে আসছে। এই কূটনীতির মূল ভিত্তি ইসরায়েলের পাশাপাশি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জেরুজালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।

বি এন-০৪