শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ২২, ২০২১
০৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
০৯:০৯ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার উদ্যোগে ও ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ উপজেলা উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে আজ বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এর সভাপতিত্বে মাওলানা মোঃ আব্দুল কাদির এর পরিচালনায় এক মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লিগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্বাস্থ্য গঞ্জ উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বক্তব্য রাখেন আহলে-সুন্নাত-ওয়াল-জামাত শায়েস্তাগঞ্জ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ বক্তব্য রাখেন মোঃ বাচ্চু মিয়া ইসলামী ফ্রন্ট জেলার সহ-সভাপতি বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন গান এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লিগণ।
একই সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট অলিপুর শাখার উদ্দোগে জুম্মাহর নামাজের পর সিটি পার্ক মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাওঃ নুরুল হক খান, কারী মো. সাইফুল রহমান, মো. নাজিম উদ্দিন সুজন, কামাল মিয়া, বাচ্চু মিয়া ও রিংকু মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন ইজরাইলি শক্তি যেভাবে ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে তা অমানবিক, কোমলমতি শিশুদেরকে হত্যা করছে, মসজিদে ঢুকে গুলি চালিয়ে মুসল্লিদের কে হত্যা করা হচ্ছে বিভিন্ন মসজিদে আবাসিক ভবনে এবং সরকারি ভবনে বোমা হামলা করে ধ্বংস করছে। বিশ্ববিবেক এখন কোথায় মানবতা কি ভূলুণ্ঠিত হচ্ছে না একটিবারও কি কেউ তাকে দেখবেন না কারো দৃষ্টিতে কি বিষয়টি আসছে না তাই আমরা বাংলাদেশ থেকে এই অমানবিক কর্মকাণ্ড তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে হুঁশিয়ার করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই হত্যাযজ্ঞ বোমা হামলা বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তীব্র আন্দোলন করে এর প্রতিবাদ জানাবো একই সাথে সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ্ তাঁর খাজানা থেকে এদেরকে হেদায়েত দান করেন অথবা ধ্বংস স্থাপন করেন।
আবাল-বৃদ্ধ-বনিতা যুবক সকলেই এই মানববন্ধনে অংশগ্রহণ করেন তীব্র রৌদ্রকেও উপেক্ষা করে দলে দলে মুসল্লিদের দীর্ঘতর লাইন হয় সেখানেই সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করি মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এস ডি/বি এন-০৬