জগন্নাথপুর প্রতিনিধি
মে ২৩, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে কুশিয়ারা নদীতে শনিবার (২২ মে) দিনভর ফেরি পারাপার বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তির শিকার হয়েছেন জনসাধারণ। ফলে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফেরির ইজারাদার।
স্থানীয়রা জানান, ঢাকার সঙ্গে স্বল্প সময়ের যোগাযোগের সুবিধার্থে ২০১৪ সালে স্থানীয় সংসদ সদস্য বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ফেরি চালু করা হয়।
রানীগঞ্জের বাসিন্দা জুয়েল আহমদ জানান, প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি চলাচল করেনি।
রানীগঞ্জের ফেরির ইজারাদার আবুল কাশেম জানান, পারাপারের জন্য দু'টি পুরোনো ফেরি রয়েছে। ফলে প্রায় সময় যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেরি চলেনি। পারাপারের জন্য নতুন আরেকটি ফেরি এসেছে, তবে এটি এখনও চালু হয়নি। নতুন ফেরি চালু হলে দুর্ভোগ কমে যাবে।
সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ফেরি মেরামতের কাজ চলছে। নতুন ফেরির মেশিন এখনও আসেনি। মেশিন পাওয়ার পর ওই ফেরি চালু করা হবে।
এএ/আরআর-০৮