নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১১

নবীগঞ্জ প্রতিনিধি


মে ২২, ২০২১
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০২:৪৫ অপরাহ্ন



নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১১
কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে ট্রলারে করে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রলারের মালিক আলী হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদীন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে একটি বালুখেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ট্রলারের মালিক আলী হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ড ও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও ট্রলার জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন সবাইকে এ ধরনের কাজসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বিশেষ করে শ্রমিকদেরকে এ ধরনের অপরাধমূলক কাজ না করার আহ্বান জানান তিনি।


এএম/আরআর-১৩