জুয়ার আসর থেকে আটক বিমান প্রতিমন্ত্রীর চাচাতো ভাই

মাধবপুর প্রতিনিধি


মে ২৩, ২০২১
১১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
১১:৩৯ পূর্বাহ্ন



জুয়ার আসর থেকে আটক বিমান প্রতিমন্ত্রীর চাচাতো ভাই

একটি জুয়ার আসর থেকে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (২২ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার একটি স’মিল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪৮) মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানশ্বর গ্রামের মোবারক আলীর ছেলে। আটককৃত অপর ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার হরিপুর গ্রামের সায়া মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪৫), একই উপজেলার জালালপুর গ্রামের মো. কাশেম আলীর ছেলে আক্তার হোসেন (৪০) এবং কালিসীমা গ্রামের আব্দুর নূরের ছেলে মো. দুলাল মিয়া (৫০)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মাহাম্মদ আক্কাছ আলীর (এএসপি) নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার একটি স’মিলে জুয়ার আসর থেকে মিজানসহ ৪ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪১ হাজার ৬২০ টাকা এবং চার সেট তাস জব্দ করেছে র‍্যাব। 

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী (এএসপি) বলেন, মাধবপুর-মনতলা রোডের সাতবর্গ এলাকার শফিক মিয়ার স’মিলের অফিস কক্ষে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, র‌্যাবের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (২৩ মে) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


এসএম/আরআর-০৪