শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মে ২৫, ২০২১
১১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
১১:৩৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং নদীর উপর ৫ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ স্থানীয় সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। সেতুটি নির্মাণ হলে সুতাং বাজার থেকে বাছিরগঞ্জ বাজারে আসা-যাওয়ার সুবিধা সৃষ্টিসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন সাংসদ আবু জাহির। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, নারী ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মাজেদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংসদ আবু জাহির সংক্ষিপ্ত বক্তব্যে সঠিকভাবে নির্মাণকাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। এছাড়া নির্মাণকাজে অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
এসডি/আরআর-০৯