জগন্নাথপুরে পাঁচ আসামির থানায় আত্মসমর্পণ

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৫, ২০২১
১১:৪০ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
১১:৪০ অপরাহ্ন



জগন্নাথপুরে পাঁচ আসামির থানায় আত্মসমর্পণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলার পাঁচ আসামি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৫ মে) সকালে আসামিরা জগন্নাথপুর থানায় আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী আসামিরা হলেন- উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় (৫৩), একই গ্রামের মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায় (৫০), মৃত কানু রায়ের ছেলে জীবন রায় (৪০), খোকা রায়ের ছেলে সুধন রায় (৪০) ও ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায় (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানাযন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আকমল হোসন ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই দুইপক্ষের মধ্যে এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটত। জগন্নাথপুর থানায় দুইপক্ষের পাল্টাপাল্টি মামলাও রয়েছে।

শাহ আকমল হোসনের পক্ষের দায়ের করা দু’টি মারামারির মামলায় আজ ওই পাঁচ আসামি আত্মসমর্পণ করেছেন। এর আগে গতকাল সোমবার (২৪ মে) বিকেলে কাজল মিয়ার পক্ষে দায়ের করা মামলার ৭২ জন আসামির মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার আত্মসমর্পণকারী পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


এএ/আরআর-১০