ধর্মপাশায় জলমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি


মে ২৬, ২০২১
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২১
০৭:১৭ অপরাহ্ন



ধর্মপাশায় জলমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে ইজারা দেওয়া উপজেলার  সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের  আইরার কুড় ও দাইড় জলমহালটির ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার ( ২৬মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে  উপজেলার রাজাপুর সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এই মানববন্ধনের আয়োজন করে।

এতে সমিতির মৎস্যজীবিদের পাশাপাশি বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজাপুর সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোলেমান মিয়া ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের ধর্মপাশা উপজেলা শাখার সহসভাপতি হানিফ আহমেদ প্রমুখ।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের  আইরার কুড় ও দাইড় জলমহালটি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপানাধীন। 

এই জলমহালটির আয়তন ১৪একর ৬৩শতক। তিনবছর মেয়াদে (বাংলা ১৪২৮সাল থেকে ১৪৩০সাল পর্যন্ত ) ইজারা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি আহ্বান করে।

উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ও আলোর ভুবন মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড এই দুটি সমিতি জলমহালটি ইজারা পাওয়ার জন্য  বিধি মোতাবেক উপজেলা প্রশাসনে আবেদন করে।

নিয়ম অনুযায়ী জলমহালটির তীরবর্তী রাজাপুর সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের অনুকুলে প্রতিবেদন দেওয়ার কথা।

কিন্তু তা না করে  আর্থিক সুবিধা নিয়ে এসিল্যান্ড মো.আবু তালেব নিয়ম বহির্ভূতভাবে দূরবর্তী সমিতি আলোর ভুবন মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডকে তীরবর্তী দেখিয়ে  এটি ইজারা পাওয়ার ব্যবস্থা করেন।             

রাজাপুর সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোলেমান মিয়া বলেন, এসিল্যান্ড মো.আবু তালেব আর্থিক সুবিধা নিয়ে আমাদের সমিতিটি জলমহালটির তীরবর্তী হওয়া স্বত্ত্বে ও দূরবর্তী সমিতি  আলোর ভুবন মৎস্যজীবি সমবায় সমিতির অনুকুলে ই  ইজারা পাওয়ার ব্যবস্থা করেছেন। 

অবৈধভাবে ইজারা দেওয়া এই জলমহালটির ইজারা বাতিল করে জলমহালটির তীরবর্তী  আমাদের সমিতিটির অনুকুলে দ্রুত ইজারা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি যা প্রতিবেদনটি দিয়েছি সেটিই সঠিক। 

 সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেছেন, তদন্ত করে অভিযোগটির  বিষয়ে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  এস এ/বি এন-০১