শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩ যানবাহনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২৬, ২০২১
০৮:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৬, ২০২১
০৮:৪৮ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩ যানবাহনকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ ২৩টি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক  মো. মিনহাজুল ইসলাম শহরের প্রধান সড়কের উদয়ন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

 এ সময় অটোরিকশা (সিএনজি), মোটরসাইকেল ও জীপ গাড়িসহ ২৩টি যানবাহনের কাগজপত্রে ত্রুটি পান। ত্রুটিপূর্ণ যানবাহনের  বিরুদ্ধে মামলা দিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এস ডি/বি এন-০৭