দিরাই প্রতিনিধি
মে ২৬, ২০২১
০৮:৪১ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০৮:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার (৭২) মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে দিরাই পৌর সদরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদদৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
উল্লেখ্য, আছাব উদ্দিন সরদার করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ২০১৫ সাল থেকে দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬ টায় দিরাই বিএডিসি মাঠে প্রথম নামাজে জানাযা ও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সাকিতপুর গ্রামে নিজ বাড়িতে ২য় নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
এ এইচ/বি এন-০৮