ধর্মপাশা প্রতিনিধি
মে ২৬, ২০২১
০৯:২৩ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
০৯:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে গত তিন মাসেরও বেশি সময় ধরে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদের নিজের নামে অনলাইনে জন্ম নিবন্ধন না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা বলেন, আমার এক চাচাতো ভাই ও এক প্রতিবেশীকে অনলাইনে জন্মনিবন্ধন করানোর জন্য চলতি বছরের ৯ ফেব্রুয়ারি নিবন্ধন ফিসহ দু'টি আবেদন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের সহকারী উদ্যোক্তা শাহীন আহমেদ ময়নার কাছে জমা দিয়েছিলাম। কিন্তু এখনও এই দু'টি জন্ম নিবন্ধনের কাজ হয়নি। জন্ম নিবন্ধন না পাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকের প্রতি দাবি জানাচ্ছি।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সহকারী উদ্যোক্তা শাহীন আহমেদ ময়না বলেন, অনলাইনে জন্ম নিবন্ধন করতে গেলে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব এই দু'জনের অনলাইনে জন্ম নিবন্ধন থাকতে হয়। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের অনলাইনে জন্ম নিবন্ধন নেই। চেয়ারম্যান সাহেবের যে জন্ম নিবন্ধনটি রয়েছে তা অনলাইন চালুর অনেক আগে করা। এ অবস্থায় চলতি মাসের ৯ ফেব্রুয়ারি থেকে আমাদের ইউনিয়নে অনলাইনে জন্ম নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, আমার একটি জন্ম নিবন্ধন রয়েছে। সেটি অনলাইনের নয়। এটির তথ্য দিয়ে অনলাইনে আমার জন্ম নিবন্ধন করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/আরআর-০২