জগন্নাথপুর প্রতিনিধি
মে ২৬, ২০২১
১০:৪৩ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
১০:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে 'বিকাশ প্রতারক চক্রের' তিন সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৬ মে) সুনামগঞ্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯) এর একটি দল জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- হবিবপুরের আব্দুস সামাদের ছেলে ময়নুল হক (২৯), মৃত তাহিরুউল্লার ছেলে হানিফ মিয়া (৩৮) ও তার স্ত্রী পারভিন বেগম (৩৭)।
বুধবার বিকেলে র্যাব-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনসাধারণের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিল ওই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককালে প্রতারক চক্রের নিকট থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, এটিএম কার্ডসহ নগদ ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এএ/আরআর-০৪