জামালগঞ্জ প্রতিনিধি
মে ২৬, ২০২১
১০:৫৮ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
১০:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে বহুল আলোচিত সিকান্দর হত্যা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৪ মে) রাতে ৪ জনকে ও পরদিন মঙ্গলবার (২৫ মে) আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- সাচনা বাজার ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে আশিক নূর (৩২), সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেন (২১), শুকদেবপুর নয়াহাঁটি গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রাসেল মিয়া (১৯), আব্দুল মজিদের ছেলে শাহরিয়ার (১৯) ও শুকদেবপুর গ্রামের সুলেমান মিয়ার ছেলে আবু সালেহ সাগর। তাদের মধ্যে ৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে মূল আসামি শুকদেবপুর গ্রামের জহুর আলীর ছেলে আমির হোসেনকে আটক করা হয়েছিল। তার দেওয়া তথ্যমতে বাকিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনসহ এ পর্যন্ত খুনের ঘটনায় জড়িত থাকা ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বাকি ৩ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মে সকালে সাচনা বাজার ইউনিয়নের শরিফপুর গ্রামের রাস্তার পাশ থেকে সিকান্দর আলীর (৪২) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সিকান্দর উক্ত ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিআর/আরআর-০৫