বিদায় সংবর্ধনা পেলেন জগন্নাথপুরের ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৮, ২০২১
১২:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
১২:০২ পূর্বাহ্ন



বিদায় সংবর্ধনা পেলেন জগন্নাথপুরের ইউএনও

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৭ মে) উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব'র সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান

এছাড়া বক্তব্য দেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (মৌলভীবাজার) মেহেদী হাসান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, সাংবাদিক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শাহাদাৎ হোসেন, বিদ্যুৎ কর্মকর্তা পাবেল আজাদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার প্রমুখ।

সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত ১০ মাস জগন্নাথপুর উপজেলায় দায়িত্বপালনে ইউএনও মেহেদী হাসানের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তার কর্মজীবনের সফলতা কামনা করেন তারা।

বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান তার বক্তব্যে দায়িত্বপালনে জগন্নাথপুরবাসীর অকুন্ঠ সমর্থনের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।


এএ/আরআর-০৩