নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২১
০৬:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
১০:০১ অপরাহ্ন
বৈঠা হাতে মন্ত্রী নৌকা নিয়ে একা বেরিয়ে পড়লেন।
শুধু রাজনীতিক নন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান তিনি। রাজধানীতে দিনগুলো-মুহূর্তগুলো তাই কাটে ভীষণ কর্মব্যস্ততায়। নাগরিক ব্যস্ততা, যান্ত্রিকতাকে পেছনে ফেলে নিজের গ্রামে আসলেই তিনি তাই হয়ে উঠেন অন্য এক মানুষ। গ্রামের সহজ-সরল সাধারণ একজন। লুঙ্গি পরে বেরিয়ে পড়েন আশপাশে। এসব তাঁর জন্য নতুন নয়। তবে এবার নিজের শৈশবের নদীতে বৈঠা হাতে নৌকা চালিয়ে আলোচিত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ছবি।
জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে আসেন গত বুধবার। সেখানে বাড়ির পাশ দিয়ে বহে যাওয়া নাইন্দা নদীতে নৌকা বাসান। ভালো লাগার কারণে পরদিন বৃহস্পতিবার আবারও বৈঠা হাতে নৌকা নিয়ে একা বের হন তিনি। সাদা-নীল চেকের লুঙ্গি আর সাদা গেঞ্জি পরে একেবারে সাধারণ বেশে মন্ত্রীর নৌকা চালানোর এ দৃশ্য নজর কাড়ে। কেউ কেউ ভিডিও-ছবি আপলোড দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্ত্রী নিজেও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে তিনটি ছবি পোস্ট করে সঙ্গে লেখেন- ‘শৈশবের ফিরে নাইন্দা নদীতে...।
সাদাসিধে পোশাকে মন্ত্রীর এমন ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেন এ নিয়ে। তবে বেশিরভাগ মন্ত্রীর শৈশবকে স্পর্শ করার এই চেষ্টার প্রশংসা করেন।
প্রকাশিতব্য জাতীয় দৈনিক আজকের পত্রিকার অ্যাসিস্টেন্ড এডিটর ফারুক মেহদী নিজের ফেসবুকে পরিকল্পনামন্ত্রীর ছবি পোস্ট করে লেখেন, ‘ছবিটা দেখে খুব ভালো লাগলো। একজন মন্ত্রী যিনি শৈশবেও এভাবে হাওর পাড়ি দিয়ে পড়াশোনা করেছেন, প্রকৃতির সাথে লড়াই করে বড় হয়েছেন; তাকে মন্ত্রীত্বের নিয়ন্ত্রিত জীবনের বাইরেও শৈশবের স্মৃতিমধুর জীবনও কম টানে না। সজ্জন ও সাধারন মানুষ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আপনি দীর্ঘজীবী হোন।’
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা লিখেছেন, ‘গতকাল বিকেলে বাড়ির পাশে নাইন্দা নদীর পানিতে শৈশবের মতো করে ভাসিয়ে দিলেন নৌকা। নিজেই হলেন মাঝি। শৈশবের দক্ষতা হারিয়ে যায়নি। দক্ষ হাতেই সামলেছেন নিজের নৌকা। যেমনি করে হাওরাঞ্চলের উন্নয়নের হালও ধরেছেন দক্ষ হাতে....’
এএফ/০১