বিদায় সংবর্ধনা পেলেন তাহিরপুরের ইউএনও

তাহিরপুর প্রতিনিধি


মে ২৯, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন



বিদায় সংবর্ধনা পেলেন তাহিরপুরের ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের বিদায় ও নবাগত নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মে) রাতে উপজেলার বঙ্গবন্ধু কর্নারে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

তাহিরপুর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অনুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, কৃষি ও সমবায় সম্পাদক খেলু মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান, আব্দুল কুদ্দুছ, বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি এমদাদ নূর, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। 


এএইচ/আরআর-০৭