যত্রতত্র আবর্জনায় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য

সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ


মে ২৯, ২০২১
০৯:০৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০৯:০৬ পূর্বাহ্ন



যত্রতত্র আবর্জনায় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য

একদিকে রঘুনন্দন পাহাড়, অন্যদিকে পাহাড়ের কোল ঘেঁষে সাধারণ মানুষের বসতঘর। ঠিক এর পাশেই গড়ে ওঠা অপরিকল্পিত নগরায়ন জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ হযে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে এ অঞ্চলের মানুষসহ জীববৈচিত্র্যের জন্য নেমে আসতে পারে বিপর্যয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে একদিকে নদী-নালা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে দূষিত ও বিষাক্ত হচ্ছে নদী-নালার পানি। পাশের নদ- নালাগুলোর পানি নষ্ট হয়ে জীববৈচিত্র্য এখন ধ্বংসের পথে।

বেশ কিছুদিন ধরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজের কাছে ও শায়েস্তাগঞ্জ থেকে এলজিইডি'র পুরাতন সড়কে অলিপুর হয়ে শাহজীবাজার যাত্রাপথে রঘুনন্দন পাহাড়ের কোল ঘেঁষে রেলপথ ও সড়কপথের মাঝামাঝি সরকারি জায়গায় স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত বর্জ্য ও উচ্ছিষ্ট খাদ্যসামগ্রী ফেলে ময়লার স্তুপ করা হয়েছে। এতে করে আশেপাশের মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। কোমলমতি শিশুরা এই  ময়লার পাশ দিয়ে চলাফেরা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে নানারকম বাতাসবাহিত রোগে। একই সঙ্গে যাতায়াতকারী যাত্রীগণ নাক-মুখে চেপে দুর্গন্ধযুক্ত এলাকাটি অতিবাহিত করার সময় প্রশ্ন তুলছেন- এসব দেখার কি কেউ নেই? তাদের প্রশ্ন- এ বিষয়টি এখনও কর্তৃপক্ষের নজরে আসছে না কেন?

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভোরবেলা একদল লোক ভ্যান বা পিকআপে করে ময়লা এনে এখানে ফেলে যায়। কখনও কখনও রাতের আঁধারে এখানে ময়লা ফেলা হয়। নিষেধ করা সত্ত্বেও তারা তা আমলে নিচ্ছে না।

স্থানীয় টমটমচালক রাজু মিয়া অভিযোগ করে বলেন, যাত্রীরা দুর্গন্ধের কারণে এদিকে আসতে চায় না। অনেক যাত্রী দুর্গন্ধের কারণে বমি পর্যন্ত করে দেয়।

অলিপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে জানি। কিন্তু কোন কোম্পানি এখানে ময়লা ফেলছে সেটা সম্পর্কে অবগত নই। একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করে ময়লা ফেলা হলে পরিবেশ রক্ষা পেত।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণেই এমনটা হচ্ছে। এ অঞ্চলে এভাবে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলে পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। সরেজমিনে দেখতে যাব। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে এবং এর দুর্গন্ধ থেকে বিভিন্নরকম রোগ-জীবাণু ছড়াচ্ছে। বিষয়টি ভেবে দেখা দরকার। আমি এ বিষয়টিকে আমলে নিচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।


এসডি/আরআর-০১