৮ দিন পর আরও দুইজনের করোনা শনাক্ত

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৯, ২০২১
১০:৪১ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
১০:৪১ অপরাহ্ন



৮ দিন পর আরও দুইজনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ দিন পর আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন জগন্নাথপুর পৌরসভার এবং অপরজন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (২৮ মে) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত ১৯ মে সর্বশেষ উপজেলার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৩ জন ও মৃত্যুবরণ করছেন ১ জন। দুইজন আছেন হোম আইসোলেশনে এবং ১ জন আছেন হাসপাতাল আইসোলেশনে।


এএ/আরআর-০৫