দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২১
১১:০১ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২১
১১:০১ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা দেশের উন্নয়নে অনেক কাজ করছি। উন্নয়ন মানে এই নয় যে কাজে মানুষের ক্ষতি হয়। যাতে দেশের ক্ষতি হয় সেটা উন্নয়ন নয়। আমার কথা পরিষ্কার, আমরা দেশের উন্নয়নে ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। সুনামগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে, আরও হবে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হবেই। কেউ আটকাতে পারবে না। তবে জায়গা কিছুটা এদিক-সেদিক হবে।
শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরও বলেন, কেউ যদি গাঁজা, মদ, ইয়াবা খায়, তাকে কারাগারে ঢোকানোর আইন আছে। আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর রাখবেন। খেলাধুলা অনেক ভালো কাজ। খেলা মানুষের মন পরিষ্কার করে, দেহ সুস্থ রাখে। যুবসমাজের উচিৎ বেশি বেশি করে খেলাধুলা করা।
তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের কপাল অনেক ভালো। ২-৩ বছর ধরে অনেক বড় বড় দুর্যোগ, ঘুর্ণিঝড় হচ্ছে, অনেক অঞ্চলে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সুনামগঞ্জের মানুষকে মহান আল্লাহ এই সমস্ত দুর্যোগ থেকে বার বার রক্ষা করছেন। সেই সঙ্গে সুনামগঞ্জের মানুষের জন্য অনেক বড় বড় প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। মেডিকেল কলেজে, টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। রেল লাইনের জন্য কাজ চলমান আছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়র উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, আমিনুর রশিদ আমিন, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী, এসআই জহিরুল ইসলাম তালুকদার, এসআই দেবাষীশ সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।
এসটি/আরআর-০৬