করোনাকালেও উন্নয়ন থেমে থাকেনি : সাংসদ মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ৩০, ২০২১
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
১০:৪৭ অপরাহ্ন



করোনাকালেও উন্নয়ন থেমে থাকেনি : সাংসদ মানিক

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে থাকেনি। ছাতক-দোয়ারার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। নিচু ভূমি হওয়ায় শরীফপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বর্ষাকালে জলাবদ্ধতায় কষ্ট করে যাচ্ছেন। মাটি ভরাটের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

রবিবার (৩০ মে) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ভরাট কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হামিদ, বরুন চন্দ্র রায়, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সম্ভাব্য সুরমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল ইসলাম, রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা জহির মিয়া, বকুল মিয়া, ফিরোজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা আইনুদ্দীন প্রমুখ।


এইচএইচ/আরআর-০৩