জামালগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২১
১২:২২ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
১২:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০ লাখ টাকা অনুদানে সাচনা লোকনাথ সেবাশ্রম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) দুপুরে মন্দির প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মন্দিরের উন্নয়ন কাজ শুরু হয়।
ভিত্তিপ্রস্তর পূজার্চ্চনার পুরোহিত্য করেন অর্ধেন্দু শর্মা চৌধুরী। ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রথম মাটি দিয়ে কাজের উদ্বোধন করেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি সজীব বণিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মন্দির সংস্কার কমিটির সদস্য অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক নান্টু বণিক, নিগমানন্দ সারস্বত সংঘের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন পাল, সাচনা শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি ঘোষ চৌধুরী, মহানাম সেবক সংঘের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, জামালগঞ্জ অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি অজিত পাল, জামালগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, জামালগঞ্জ বসুন্ধরা দুর্গা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি রিপন তালুকদার, সাচনা সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি পংকজ সরকার, লোকনাথ সেবাশ্রমের সহ-সভাপতি প্রসেনজিৎ পাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহন রায় প্রিন্স, হিমেল দে, সুনির্মল হালদার, টিটু বণিক, গোপাল তালুকদার, সৈকত ঘোষ চৌধুরী, সেবাশ্রমের সেবাইত প্রমিলা রানী পাল প্রমুখ।
বিআর/আরআর-০৯