ধর্মপাশা প্রতিনিধি
মে ৩১, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের আগামী ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ মে) বেলা ২টার দিকে উপজেলার গোলকপুর বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদ এই উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করে।
উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ। বাজেট পেশ করেন ইউনিয়নের সচিব রুহুল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, গোলকপুর হাজী আব্দুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন, ইউপি সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, শরীফা আক্তার প্রমুখ।
ওই ইউনিয়নে আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৯৮ টাকা।
এসএ/আরআর-১৪