দোয়ারাবাজার প্রতিনিধি
মে ৩১, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ'র সঙ্গে রবিবার (৩০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সচিব এম এ মোতালিব ভুঁইয়া, সিনিয়র সাংবাদিক ও কবি হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।
নবাগত নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আমি জনগণের সেবক। জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। উপজেলার প্রভূত উন্নয়ন, অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
উপস্থিত সাংবাদিকগণ উন্নয়নমূলক সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এইচএইচ/আরআর-১৬