তাহিরপুর প্রতিনিধি
মে ৩১, ২০২১
০৫:০৪ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
০৫:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী যাদুকাটায় পাহাড়ি ঢলে স্রোতের কবলে পড়ে হারিছ মিয়া (৩৮) নামে খেয়া নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। আজ সোমবার(৩১ মে) সকালে বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মাঝি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই ওপার থেকে পাহাড়ি ঢলে যাদুকাটা নদীতে প্রবল বেগে পানি আসতে শুরু করে। প্রবল স্রোত ও বৃষ্টির মধ্যেই বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে খেয়া পাড়ি দিচ্ছিল মাঝি হারিছ মিয়া।
এক পর্যায়ে বাতাসের প্রবল বেগ ও পানির স্রোতের কবলে পড়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অবস্থা বেগতিক দেখে নৌকায় থাকা যাত্রীরা স্রোতের পানিতে লাফ দিয়ে সাঁতরে ওপারে কিনারায় পৌঁছুতে পারলেও মাঝি হারিছ মিয়া স্রোতের কবলে ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন খুঁজাখুঁজি করেও তার খুঁজ পায়নি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
এএইচ/আরসি-০৭