দিরাই প্রতিনিধি
জুন ০২, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাব উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক প্রদীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
সভায় উপস্থিত ছিলেন, সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, আসাদ উল্যা, হাফিজুর রহমান তালুকদার, লুৎফুর রহমান এওর, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, হুমায়ুন রশিদ লাভলু, শিবলী আহমদ বেগ, মকসুদ আলম, শফিক মিয়া, কদ্দুস মিয়া, রঞ্জিত রায়, সিরাজুল ইসলাম, আহমদ চৌধুরীসহ প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রদীপ রায় বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মহোদয় এবং আমাদের নেত্রী সাংসদ ড. জয়া সেনগুপ্তা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক সাংগঠনিক বক্তব্য প্রদান করেছেন। তাদের পরামর্শক্রমেই আমরা দলের কার্যক্রম এগিয়ে নিতে চাই। আগামী সভা ড. জয়া সেনগুপ্তার উপস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, গত ৭ মে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক সম্মেলনের মাধমে নতুন উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে ২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে।
এএইচ/আরআর-০৬