করোনাকালীন সহায়তা আত্মসাৎ, ব্যবসায়ীকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


জুন ০৩, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



করোনাকালীন সহায়তা আত্মসাৎ, ব্যবসায়ীকে জরিমানা

প্রতারণা করে করোনাকালে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য আসা আর্থিক সহায়তা আত্মসাৎ করার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর বাজারের ব্যবসায়ী জয় আহমেদ জসীমকে (২৭) ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।

উপজেলা প্রশাসন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা জয় আহমেদ জসীমের স্থানীয় সৈয়দপুর বাজারে ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের একটি দোকান রয়েছে। করোনাকালে সরকারিভাবে আর্থিক সহায়তা বিকাশের মাধ্যমে পাওয়ার লক্ষ্যে স্থানীয় কয়েকজন সুবিধাভোগীকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেন ওই ব্যবসায়ী। মাসখানেক আগে প্রত্যেক সুবিধাভোগীর জন্য তাদের নিজ নিজ অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে করোনাকালীন আর্থিক সহায়তা আসে। স্থানীয় পাঁচজন সুবিধাভোগী টাকা উত্তোলনের জন্য দুই সপ্তাহ আগে ওই বিকাশ এজেন্টের কাছে যান। এ সময় পাসওয়ার্ড জানা থাকায় ওই পাঁচ সুবিধাভোগীর বিকাশ অ্যাকাউন্টে আসা সরকারি অর্থ সহায়তা নিজ অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেন ওই ব্যবসায়ী।

এ নিয়ে ভুক্তভোগী লোকজন সপ্তাহখানেক আগে ইউএনও'র কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইউএনও মো. মুনতাসির হাসান উপজেলার সৈয়দপুর বাজারে গিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে তার নিজ কার্যালয়ে নিয়ে যান। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ও আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করে মুচলেকা দিয়ে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় ওই ব্যবসায়ী সেখান থেকে মুক্তি পান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, প্রতারণার অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং ওই ব্যবসায়ী প্রতারণা করার কথা স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার লিখিতভাবে অঙ্গীকার করায় স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় দণ্ড পাওয়া ওই ব্যবসায়ী মুক্তি পেয়েছেন।


এসএ/আরআর-০৮