ধর্মপাশায় মাতলামির অভিযোগে তিনজনকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


জুন ০৩, ২০২১
১০:৪০ অপরাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
১০:৪০ অপরাহ্ন



ধর্মপাশায় মাতলামির অভিযোগে তিনজনকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মদ পান করে মাতলামি করার অভিযোগে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২ জুন) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।

ধর্মপাশা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে উপজেলা সদরের ধর্মপাশা খাদ্য গুদামের সামনে থাকা একটি ঘরের ভেতরে বসে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা সৈয়দ হোসেন (৫১), উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা মোস্তাক আহমেদ লিটন (৫০) ও একই ইউনিয়নের উকিলপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম চৌধুরী কামাল (৪৬) মদ পান করছিলেন।  স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানিয়ে দেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী সেখানে যান এবং মদপান করে মাতলামি করার সত্যতা পান তারা। এ সময় ওই তিন মদসেবী ইউএনও'র কাছে মদ পান করার কথা স্বীকার করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, মদপান করে মাতলামি করায় ওই তিন মদসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করে তাৎক্ষণিকভাবে তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন।


এসএ/আরআর-০৩