শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ০৩, ২০২১
১২:৩৩ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
১২:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত টমটমের (অটোরিকশা) ধাক্কায় নওশিন আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামের বাসিন্দা এনজিও কর্মকর্তা মোশারফ হোসেন তুহিনের মেয়ে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৯টায় শহরের প্রধান সড়কের পৌরসভা ভবনের সামনে স্থানীয় সাফওয়ান স্কুলে ১ম শ্রেণিতে পড়ুয়া নওশিন আক্তার (৭) রাস্তা পার হতে গেলে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়।
মুমূর্ষু অবস্থায় তাকে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে সিলেট নগরের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী নওশিন মারা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত নওশিনের আপন চাচা মোবারক হোসেন ইমন।
এসডি/আরআর-০৯