সুনামগঞ্জে লাকড়ি দেওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ০৪, ২০২১
০৫:১৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২১
০৫:১৭ অপরাহ্ন



সুনামগঞ্জে লাকড়ি দেওয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী আসাউরা গ্রামে লাকড়ি দেওয়ার লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় আব্দুল আলী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আসাউরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা আসাউরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় দরিদ্র পরিবারের শিশুটি লাকড়ির জন্য বস্তা নিয়ে সীমান্ত এলাকায় যায়। সেই সুযোগে বখাটে আব্দুল খালেকের ছেলে আব্দুল আলী শিশুটিকে লাকড়ি বেশি পাওয়া যাবে বলে সীমান্তের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শোনে স্থানীয় গরু রাখালরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুর স্বজনরা শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুর রহমান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

বিএ-০৩