নবীগঞ্জ প্রতিনিধি
জুন ০৪, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা কামরুল মিয়া চৌধুরী (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুল মিয়া চৌধুরী ওই গ্রামের মামদ মিয়া চৌধুরীর ছেলে।
জানা যায়, কামরুল মিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি গ্রামের আত্মীয়-স্বজন মিলে তাকে চিকিৎসার জন্য সিলেট পাঠান। সেখানে চিকিৎসা চলাকালে তার টিবি রোগ ধরা পড়ে। এ সময় তাকে হাসপাতালে ভর্তির জন্য নেয়া হলে তার করোনা টেস্ট করা হয়। এ সময় তার পজিটিভ রিপোর্ট আসে। সাথে সাথে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মৃত্যু হয়। রাতেই তার লাশ বাড়িতে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এদিকে আজ শুক্রবার সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
এএম/বিএ-০৪