দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেট মিরর ডেস্ক


জুন ০৪, ২০২১
০৮:৪৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কে গাগলী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বাস দুর্ঘটনায় এক যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত আহত হয়েছেন। 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা সবাই দুর্ঘটনা কবলিত বাস যাত্রী।

শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের গাগলী গ্রামের জহুর আলীর বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক এমদাদুল হক। 

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় দিরাই থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭১৭) সিলেটের উদ্দেশ্যে যাবার পথে দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের গাগলী গ্রামের জহুর আলীর বাড়ীর সামনে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। 

এতে অজ্ঞাতনামা (৩৫) এক যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। 

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়া আহতদেরকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন এবং নিহত অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তির ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ঘটনার পর বাসের চালক ও হেলপার (সহকারী) পালিয়েছে বলে নিশ্চিত করেছেন সুরহতাল প্রস্তুতকারী অফিসার উপ পুলিশ পরিদর্শক এমদাদুল হক।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এস টি/বি এন-০৮