তাহিরপুর প্রতিনিধি
জুন ০৫, ২০২১
০৫:২৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২১
০৫:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে সীমান্ত নদী যাদুকাটায় বালিভর্তি নৌকা জব্দের পর তা উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (৪ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের নেতৃত্বে যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় এ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
অভিযানে ১৮টি নৌকা জব্দ করে ৪৫ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ৩ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান রাত ১০টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়।
উন্মুক্ত নিলামে অংশ নিয়ে বালি প্রতি ঘনফুট ১৯.৫০ টাকা দরে কিনে নেন স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মিয়া। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ বালির মূল্য আসে ১০ লাখ ৯ হাজার টাকার একশত পঁচিশ টাকা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এ প্রতিবেদককে জানান, যাদুকাটা নদীতে অবৈধ বালিভর্তি নৌকা আজ টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।
টাস্কফোর্সের এ অভিযানে এসময় আরও ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও রাকিব হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, লাউড়েরগড় বিওপি’র হাবিলদার মোহাম্মদ মাহবুব এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।