শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ০৬, ২০২১
১১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২১
১১:৩৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাল্লাগেট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯। শনিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর এলাকার আব্দুর রকিবের ছেলে আবুল কালাম (২৩) ও একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মনির মিয়া (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসডি/আরআর-০৬