ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ইন্দ্র পতন

খেলা ডেস্ক


জুন ০৬, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন



ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ইন্দ্র পতন
সেরিনা-আজারেঙ্কার বিদায়, শেষ আটে রিবাকিনা-পাভলিউচেঙ্কোভা


ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ইন্দ্র পতন। ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডের ম্যাচে তাঁকে দাঁড়াতেই দেননি রাশিয়ার অখ্যাত এলিনা রিবাকিনা।

২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরিনা স্ট্রেট সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে যান রিবাকিনার কাছে। এবারের ফরাসি ওপেনে সপ্তম বাছাই ছিলেন সেরিনা। অন্যদিকে রিবাকিনা ২১ নম্বর বাছাই। ১ ঘণ্টা ১৭ মিনিটে ম্যাচ জিতে যান ২১ বছরের রিবাকিনা।

মহিলাদের সিঙ্গলস থেকে ছিটকে গেলেন প্রাক্তন এক নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কাও। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন স্তেফানোস সিতসিপাস ও দানিল মেদভেদেভ। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্না।

এবারের প্রতিযোগিতার ১৫ নম্বর বাছাই বেলারুশের আজারেঙ্কাকে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। কোয়ার্টার ফাইনালে পাভলিউচেঙ্কোভা এবং রিবাকিনা মুখোমুখি।

এএন/০২