জগন্নাথপুর প্রতিনিধি
জুন ০৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ০৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন
স্বপ্নের দেশ ইউরোপের প্রবেশপথে মারা গেলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মোহাম্মদ সাজু মিয়া নামের এক যুবক। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে সাজু মিয়া বাংলাদেশ থেকে তুরস্কে যান। সেখান থেকে স্বপ্নের দেশ গ্রীসের লক্ষ্যে গত শুক্রবার কয়েকজনের সঙ্গে যাত্রা করেন তিনি। কিন্তু গ্রীসের সীমান্তবর্তী স্থানে পৌঁছামাত্র হঠাৎ করে পেটের প্রচণ্ড ব্যথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সাজু।
সাজুর বড় ভাই রৌয়াইল গ্রামের আবুল মিয়া বলেন, গত শনিবার আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি আমরা। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেন বলেন, সাজুর স্বজনরা জানিয়েছেন ইউরোপের উদ্দেশে সাজু মিয়া দুই থেকে তিন মাস আগে দেশ থেকে তুরস্কে চলে যান। সেখান থেকে স্থলপথে গ্রীসে রওয়ানা হন তিনি। কিন্তু গ্রীসের প্রবেশপথে পেটের ব্যথায় তিনি মারা যান। সাজুর সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি তার মরদেহ কাঁধে নিয়ে পায়ে হেঁটে গ্রীসের সীমান্ত এলাকায় নিয়ে যান। শুনেছি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এএ/আরআর-০৩