দিরাই প্রতিনিধি
জুন ০৮, ২০২১
০৮:২১ অপরাহ্ন
আপডেট : জুন ০৮, ২০২১
১০:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের টাংনির হাওরের বনুয়া জলমহাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৮ জুন) বেলা ১টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে দিরাই থানা পুলিশ। দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের কিছু আগে বিলের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এ এইচ/বি এন-০৭