সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ধর্মপাশা থানার খালেদ চৌধুরী

ধর্মপাশা প্রতিনিধি


জুন ০৮, ২০২১
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২১
১১:৫৮ অপরাহ্ন



সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ধর্মপাশা থানার খালেদ চৌধুরী

থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক পুলিশি কার্যক্রমে অবদান রাখায় অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

গতকাল সোমবার (৭ জুন) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন ইন সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, আমাকে সম্মানিত করায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার স্যার, ধর্মপাশার সার্কেল স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি পুলিশের সম্মান রক্ষা করে ভবিষ্যতে যাতে জনগণকে আরও অধিক সেবা দিতে পারি সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।


এসএ/আরআর-০৮