জগন্নাথপুর প্রতিনিধি
জুন ১০, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২১
০৮:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় খাবারের দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ অর্থদন্ড আদায় করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও পদ্মাসন সিংহের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে রেস্টুরেন্টে সরকারি বিধিনিষেধ অমান্য করায় মর্ডান রেস্টুরেন্টকে ৪ হাজার, মিতালি রেস্টুরেন্টকে ১ হাজার ৫শ’ ও প্রীতি রেস্টুরেন্টকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ এ/বি এন-০৭