ধর্মপাশায় বিদ্যুৎ সংযোগ পেল ১০৫টি পরিবার

ধর্মপাশা প্রতিনিধি


জুন ১০, ২০২১
০৫:০৮ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
০৫:১১ অপরাহ্ন



ধর্মপাশায় বিদ্যুৎ সংযোগ পেল ১০৫টি পরিবার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১০৫টি পরিবারের মধ্যে আজ বৃহস্পতিবার (১০জুন) বেলা দুইটার দিকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে মুক্তারপুর গ্রামের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর।

প্রধান অতিথি হিসেবে  এই পল্লী বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের   ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী প্রমুখ।

এস এ/বি এন-১০