দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
জুন ১০, ২০২১
১১:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২১
১১:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামানের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় পাগলা বাজারে মা রেস্টুরেন্ট ও দেব মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক অনুপম দেবনাথসহ প্রশাসনের লোকজন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এসটি/আরআর-০৩