চীন, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানির জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক


জুন ১০, ২০২১
০৭:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২১
০৭:১৩ অপরাহ্ন



চীন, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানির জয়লাভ
মহিলাদের ভলিবল নেশনস লিগ


আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত মহিলাদের ভলিবল নেশনস লিগে ব্রাজিল, পোল্যান্ড, রাশিয়া হারলেও জয়লাভ করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (৯ জুন) রাতে ইতালির রিমিনিতে তারা মাঠে নেমেছিল। এর মধ্যে ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়েছে চীন। চলতি লিগে নয় ম্যাচের মধ্যে এটি চীনের চতুর্থ জয়। একই রাতে জাপান ৩-২ সেটে হারিয়েছে পোল্যান্ডকে। লিগে এটি তাদের সপ্তম জয়। তবে জার্মানির কাছে ৩-০ সেটে বিধ্বস্ত হয়েছে এশিয়ার আরেক দল দক্ষিণ কোরিয়া। একই ব্যবধানে ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরেছে থাইল্যান্ড।

এছাড়াও ওই রাতে নেদারল্যান্ডস ৩-০ সেটে কানাডা, তুর্কি ৩-২ সেটে রাশিয়া, বেলজিয়াম ৩-২ সেটে সার্বিয়া ও যুক্তরাষ্ট্র ৩-১ সেটে ইতালিকে হারিয়েছে।

লিগের ৯ ম্যাচ শেষে সবক'টিতে জিত ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে তুর্কি (২৪) তৃতীয় ব্রাজিল (২২), চতুর্থ নেদারল্যান্ডস (২১) ও ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জাপান। বিশ্বের শীর্ষস্থানীয় ১৬টি ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 

এএন/১০