জামালগঞ্জ প্রতিনিধি
জুন ১২, ২০২১
১১:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
১১:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ এক যুগের দ্বন্দ্ব নিরসনে রতন-শামীম দুই বলয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি করুণা সিন্ধু তালুকদার, সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীজেন্দ্র লাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসীম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার, ভীমখালী ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান শাহ, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সারোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজ দীর্ঘ ১২ বছরের দ্বন্দ্বের অবসান হয়েছে। তাই আজ আনন্দের দিন। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম বলয়ের নেতাকর্মীরা দ্বন্দ্ব ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একত্রিত হয়েছেন। আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের প্রতিটি দলীয় অনুষ্ঠান এক সঙ্গে করার অঙ্গীকার করে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
বিআর/আরআর-০১