শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জুন ১২, ২০২১
১২:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ১২, ২০২১
১২:০৩ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ট্রেনের নিচে কাটা পড়ে দুই দিনে দুইজন মারা গেলেন।
সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ উপজেলার সেলামি রেলক্রসিং নামক স্থানে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সেলামি রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত এক তরুণ (২০) ওই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তরুণের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলগেটে পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক মারা যান। ওই যুবকেরও নাম-পরিচয় জানা যায়নি।
এসডি/আরআর-০২